খুলনার তেরখাদা উপজেলায় বিষপানে চার সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম ডলি বেগম (২৫)। তিনি উপজেলার বলর্ধনা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার (২০ জুন) ডলি বেগম ঘরে থাকা অতিরিক্ত গুল খান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
খুলনা গেজেট/এইচ