Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাংবা‌দিক মামুন রেজা আর নেই

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা আঞ্চলিক সম্পাদক মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।  তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

নিজ বাসায় অবস্থানকালে বু‌কে ব্যাথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯ টার দি‌কে তা‌কে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক রাত পৌ‌নে ১০ টার দি‌কে তা‌কে মৃত ঘোষণা করেন।

সাংবা‌দিক মামুন রেজার নামা‌জের জানাযা রাত সোয়া ১২ টায় জা‌তিসংঘ শিশুপা‌র্কের পা‌শে আল হেরা জা‌মে মসজিদের সাম‌নে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি দিঘলিয়ার ব্রম্মগাতিতে। সেখানে শনিবার জোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু করেন মামুন রেজা। ১৯৯৬ সালে খুলনার স্থানীয় দৈনিক জন্মভূমিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর কাজ করেন আজকের কাগজে। পরে যুগান্তরের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার ছিলেন। ২০০৫ সালে সমকালের যাত্রা শুরু থেকে খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সাংবা‌দিক মামুন রেজার আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের সদস্যদের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন খুলনা গে‌জে‌টের সম্পাদক মো. মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, জাহিদুল সাগর, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক মোহাম্মদ এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পিসহ খুলনা গেজেটের পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন