মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষ্যধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের বিভাগীয় প্রধান নিউরো ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডা. মো. মোহসীন আলী ফরাজী ও কনসালট্যান্ট (নিউরোসার্জারী) ডা. মো. রিয়াজ আহমেদ হাওলাদারের তত্ত্বাবধায়নে রয়েছেন।
ডা. মো. মোহসীন আলী ফরাজী বলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানার উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে নিয়মমাফিক জীবন যাপন করতে হবে। সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলতে হবে। এদিকে সাংবাদিক রানার সুস্থতায় দোয়া কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।