Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির পাশে গাছ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সেটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ১১থেকে ১২ কেজি অজনের এই সাপটি স্থানীয়দের সহযোগীতায় গাছ থেকে উদ্ধার করে বন বিভাগ।

জানা গেছে, কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির পাশে গাছে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশ সদস্যদের জানানো হলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বনবিভাগকে ফোন দিয়ে জানালে খবর পেয়ে কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা বন কর্মীদের নিয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় ১১থেকে ১২ কেজি ওজনের প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে। পরে সেটি গভীর সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে ।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম (শাহেদ) বলেন, সকালে কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমাকে ফোন দিয়ে জানালে আমি সাথে সাথে বন কর্মীদের ও বিটিআরসি, সিপিজি সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে। সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন