Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বারাকপুর ইউপি চেয়ারম্যানকে অপসারণ, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগনেতা গাজী সাহাগীর হোসেন পাভেলকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। আর উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দ দাসকে বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ত্যাগের পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন পাভেল। বিভিন্ন অনিয়ম ও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে ওই ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ তার অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দেন।

গাজী সাহাগীর হোসেন পাভেল একসময়ে বারাকপুর ইউপি’র আলোচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম গাজী জাকির হোসেনের ভাইপো। তিনি লাখোয়াটি গ্রামের আলোচিত শেখ আনছার আলী হত্যা মামলার আসামি। ৫ আগস্টের পর গত ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে পল্টল থানা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। পরেরদিন পল্টন থানা পুলিশ একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে ওই মামলায় তিনি জামিনমুক্ত হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন