সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় রাস্তার কাটাযুক্ত গাছের ডাল, বিপাকে পথচারীরা

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের হোগলা থেকে শ্রীফলতলা অভিমুখে রাস্তার পাশে দিয়ে ক্যাকটাসসহ বিভিন্ন ধরনের কাটাযুক্ত গাছ লাগানো আছে । গাছ বড় হয়ে কাটাযুক্ত ডালগুলো রাস্তার ভেতরে চলে এসেছে। এতে প্রতিনিয়ত চলাচলে বিপাকে পড়তে হচ্ছে গাড়ীচালক ও পথচারীদের।

স্থানীয়রা জানান,  হোগলা থেকে শ্রীফলতলা অভিমুখে রাস্তার ২ পাশ দিয়ে মানুষের বসতবাড়ি ও মৎস্যঘের রয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে কারও কারও বাড়ির সীমানায় ক্যাকটাস (যা স্থানীয় ভাষায় সেজি কাটার গাছ) লাগিয়েছেন। দিনে দিনে সেই গাছ বড় হয়েছে। রাস্তার উপরে  গাছের ডাল পড়ার কারণে রাস্তার অনেক স্থানে রাস্তা ছোট হয়ে গেছে। অনেক সময় ২ টা ভ্যান একসাথে মুখো মুখি চলতে পারে না।

হোগলা থেকে ঘুগরাকাটী বাজার অভিমুখে রাস্তার এক ভ্যান চালক বলেন, রাস্তার ওপর চলে আসা কাটাযুক্ত ডালগুলো কেটে দিলে আমাদের চলচল করতে সুবিধা হয়।

বাগালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন সানা বলেন, বেশ কিছু স্থানে কাটাযুক্ত ডাল রাস্তার ওপরে চলে এসেছে। যাদের সীমানায় গাছ, তাদের বাড়তি ডালগুলো কেটে নিতে বলবো।

 

খুলনা গেজেট/এইচ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন