মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা আজ (বুধবার) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় শিশুশ্রম নিরসনকল্পে সরকার গৃহীত কর্মসূচির অগ্রগতি, কারিগরি শিক্ষার প্রসার, উপজেলা পর্যায়ে শিশুশ্রম নিরসনে অধিক নজরদারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা ও শিশুশ্রম বিষয়ে কাজ করা এনজিওদের মধ্যে সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, সরকার ২০২১ সালের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রম মুক্ত ও ২০২৫ সালের মধ্যে দেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করতে চায়।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন