Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় রাতের আধারে হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর নিকট থেকে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে সংঘবদ্ধ তিন ছিনতাইকারী। পালানোর সময় জনতা ধাওয়া করে তুহিন নামে এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) বলেন, রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলাম। সরকারি দীঘির পুকুর পাড়ে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ তিন জন ছিনতাইকারী আমার গতিরোধ করে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার ব্যাগে থাকা সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে দৌড় দেয়। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দেয়। স্থানীয়রা আামাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

রাড়ুলী পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটককৃত ছিনতাইকারী তুহিন দাশ পুলিশ পাহারায় পাইকগাছা হাসপাতালে ভর্তি আছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাচি শিকদার জানান, ব্যবসায়ী সাধন দেবনাথ ও গণ ধোলাইয়ের শিকার হওয়া তুহিন দাশ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তুহিন দাশের উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন