সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জয়কে নাশকতা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয়কে খুলনা থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ছাত্র জনতা তাকে খুলনা ইউনাইটেড ক্লাবের ভেতর থেকে পিটুনি দিয়ে খুলনা থানা পুলিশের নিকট সোপর্দ করে।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার এসআই নান্নু মন্ডল বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয় খুলনা ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছিলেন। খুলনার ছাত্র জনতা বিষয়টি আচ করতে পেরে ইউনাইটেড ক্লাবে অবস্থান নেয়। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে খুলনা থানায় দায়ের হওয়া একটি ভাংচুর এবং নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনা থানায় রয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন