Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

রাসেল আহমেদ, তেরখাদা

তেরখাদায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে উপজেলা বারাসাত গ্রামে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) দুটি পক্ষের লোকজন দেশীয় তৈরী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গোটা বারাসাত জুড়ে দুই পক্ষের লোকজন খন্ড খন্ড সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষে দুই পক্ষের ৫ জন আহত হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের আহতরা হলেন, বাশার শেখ, খাঁয়ের শেখ আহাদ শেখ, রুবেল শেখ, ইসরাইল মোল্যা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাঁয়ের শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা বারাসাত গ্রামে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্য ও থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা যে যার মতে দৌড়ে পালিয়ে যায়। যৌথ বাহিনী বারাসাত গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে। তাৎক্ষণিক এলাকার পরিবেশ শান্ত হলেও বারাসাত ও হরিদাসবাটী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বারাসাত এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশ ও নৌবাহিনীর টহল অব্যাহত আছে। সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন