Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফটো সাংবাদিক সাদীর স্ত্রী’র ইন্তেকাল, শোকাহত খুলনা গে‌জেট প‌রিবার

নিজস্ব প্রতিবেদক

খুলনা গেজেটের ফটো সাংবাদিক এম এ সাদীর স্ত্রী নূরজাহান আক্তার মৌ (৩৭) ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে স্বপরিবারে তাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। ফজরের নামাজের পর নূরজাহান আক্তার মৌ মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সন্তানকে নিয়ে নিচে নামার সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে নগরীর খালিশপুর ক্লিনিকে, পরে আদ্ব দীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি মারা যান।

তারা জানান, বেশকিছু দিন ধরে নূরজাহান আক্তার মৌ বুকে ব্যাথা অনুভব করছিলেন। তিনি নিজেই খুলনা বিশেষায়িত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বয়রা পুলিশ লাইন এলাকার বায়তুল মামুর জা‌মে মস‌জি‌দের সাম‌নে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গোয়ালখাালী কবরস্থা‌নে দাফ‌ন সম্পন্ন হয়েছে।

এম এ সাদী দম্প‌তির ১০ বছর বয়সী একমাত্র সন্তান মোবাশ্বের আলী নাফি গোয়ালখালী মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যায়নরত।

এদি‌কে ফ‌টো সাংবা‌দিক এম এ সাদীর স্ত্রীর ইন্তেকা‌লে শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন খুলনা গে‌জে‌টের সম্পাদক মো: মাহমুদ আহসান। তি‌নি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

সহকর্মীর স্ত্রীর অকাল প্রয়া‌ণে শোকাহত খুলনা গেজেট পরিবারের অন‌্যান‌্য সদস্যরাও। শোক সন্তপ্ত পরিবারের জন‌্য সকলের কাছে দোয়া চেয়েছে খুলনা গেজেট পরিবার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন