Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীর মহল গ্রামে নেপাল দাস ও সঞ্জয় দাসের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা নিয়ে আশপাশে ঘের মালিকরা আতঙ্কে রয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪ টার দিকে জায়গীর মহল গ্রামে মৎস ঘেরে এই ঘটনা ঘটেছে।

ঘের মালিক ও স্থানীয় সূএে জানা যায়, আমাদী মৌজার জায়গীর মহল গ্রামে নেপাল দাস ও সঞ্জয় দাস নিজস্ব ও জমি হারিনিয়ে একসাথে ৮ বছরের মতো ধরে মৎস্য ঘের করে আসছে। গতরাত আনুমানিক ১২ টার দিকে মৎস্য ঘের দেখে তারা বাড়িতে যান। বৃহস্পতিবার সকালে ঘেরে এসে ২/১ মাছ ভাসছে দেখে এবং দুপুর ৩ টার দিকে ঘেরে এসে দেখে ঘেরে থাকা বিভিন্ন রকমের মাছ ভাসছে। এসময় তারা পানি নাকে শুকে দেখে বিষের গন্ধ খাচ্ছে। এই খবর পেয়ে আশপাশ থেকে লোকজন মৎস্য ঘের দেখতে ভিড় করছে। ঘেরে বিষ প্রয়োগ নিয়ে ঘেরের পাশবর্তী ঘের মালিকরা আতঙ্কে রয়েছে। ঘের মালিকরা আনুমানিক প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

আমাদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউ, পি সদস্য মো. মনিরুজ্জামান ঢালী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি বিকেলে খবর পেয়ে গিয়ে দেখি ওনাদের ঘেরে মাছ ভাসছে। ওনারা সালা, দোলাভাই মিলে একসাথে মৎস্য ঘের করে। ওনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন