Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুরি হওয়া গরুর পা উদ্ধার, সন্দেহভাজন আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় চুরিকৃত গরুর পা উদ্ধারসহ চোর সন্দেহে এক জনকে আটক করে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবার (১০জুন) বিকাল ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।

সূত্রথেকে জানা যায়, ভিলেজ পাইকগাছার উত্তর পাড়ার বাসিন্দা ইমাম শাহাবাজ গাজীর গরুটা বাড়ির পার্শ্ববর্তী নদীর চরে প্রতিদিন ঘাস খেতে যায়। সে মোতাবেক সোমবার গরুটি ঘাস খেয়ে আর বাসায় ফেরেনি। এদিকে অনেক খোজাখুজি করে না পেয়ে লোক মুখে জানতে পারেন তাহার গুরুটি পাইকগাছা পৌর সদরে জবাই করে বিক্রয় করা হয়েছে।

শাহবাজ গাজী জানান, এ খবর জানতে পেরে আমিসহ এলাকাবাসী মঙ্গলবার দুপুর ৩ টার দিকে পৌর সদরে ময়না নামে এক দোকানীর কাছ থেকে বিক্রয় করা গরুর পা দু’টি উদ্ধার করে সনাক্ত করি এটা আমার গরুর’ই পা। পরবর্তীতে পৌর সদরের গোস ব্যবসায়ী কসাই মোমরেজকে উত্তেজিত জনতা আটক পূর্বক থানা পুলিশে সোপর্দ করেন।

এলাকাবাসী জানান, এর আগে তাদের ১৫/২০ টা গরু এভাবে হারিয়ে যাওয়ায় আর ফিরে পাইনি।

পাইকগাছা থানার ডিউটি অফিসার এসআই হালিম জানান, উত্তেজিত জনতা চোর সন্দেহে মোমরেজ নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটক ব্যক্তির নামে থানায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন