Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের সভায় সার্বিক উন্নয়নের মাস্টারপ্ল্যান প্রণয়ন

নিজস্ব প্রতিবেদক 

পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কলেজের কনফারেন্স কক্ষে কলেজের অধ্যক্ষ ও পর্ষদের সদস্য সচিব হাবিবুল্যাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনাকালে বিগত ১৬ বছর যাবত কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামী লীগের দুর্বৃত্তায়নের চিত্র উঠে আসে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আর্থিক অবস্থা শূন্যের কোঠায়।

কলেজের মেয়েদের কমনরুম, ল‍্যাবরেটরী, হোস্টেল, ক্লাস রুম, অভ‍্যান্তরীর রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন‍্যদশায়। এই করুন পরিস্থিতিতে কলেজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে ‘কপিলমুনি কলেজ কল্যান ফান্ড’ সৃজন করা হয়েছে। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীত করন এবং সমাজ কর্ম বিষয় অনার্স চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটিকে সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাবরিনা শরমিন আজমী স্বর্ণা, মো. তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মো. শফিউল আযম, শারমিন আরা, আকরাম হোসেন জোয়াদ্দার, আব্দুল কুদ্দুস।

অন্যান্যদের মধ্যে আব্দুস সাত্তার, জি, এম, আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম, ছাত্র নেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা,এডভোকেট আব্দুল হক এসকেন্দার, আবুল কাশেম হাজরা, যুবদল নেতা আবুল হোসেন, ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষ ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন। এদিকে কলেজ পরিচালনা পরিষদের প্রথম সভায় এছাড়া কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও অবৈধ ভোটের পতিত এমপি নুরুল হক এর নামে কলেজের মাঠের নামকরণ বাতিল করে কপিলমুনি কলেজ মাঠ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন