Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার আঠারোবেকী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয়দের সহায়তায় রূপসা নৌ-পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে রূপসা শ্রীফলতলা ইউনিয়ন সংলগ্ন আঠারোবেকী নদীর কচুরীপনার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি রূপসা থানায় অবগত করে। থানা পুলিশ বিষয়টি নৌ-পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশ রূপসার ইনচার্জ আবুল খায়ের বলেন, থানা থেকে সংবাদ দিলে ঘটনাস্থলে যাই। মরদেহটি স্থানীয়দের সহায়তায় উপরে আনা হয়। মৃত যুবকের বয়স অনুমান ৩৮-৪০ বছর হবে। তার গলায় একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার পারনে ব্লু রংয়ের একটি ট্রাউজার এবং উপরিভাগে কোন কিছু ছিল না। লাশটি ২-৩ দিন আগের হবে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় নিশ্চিতকরণে ঘটনাস্থলে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিমকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। কিন্তু তার হাতের টিস্যু পচে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরাতহাল সম্পন্ন করে থানায় সাধারণ ডায়েরী মূলে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্ত না হলে পুলিশ বাদী হয়ে রূপসা থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।

 

খুলনা গেজেট/সাগর/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন