Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় শ্বাসরোধে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে ভ্যান চালক রবিউল মোল্লার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে আইচগাতি শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া খাতুন জান্নাত প্রবাসী স্বামী শাওন শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া খাতুন জান্নাতকে গভীর রাতে কে বা কাহারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের দাউদ মার্কেটের পার্শ্ববর্তী ইদ্রিস আলীর কলা বাগান থেকে আইচগাতী ইউনিয়নের দেয়াড়া তেলির মোড় এলাকার ভ্যান চালক রবিউল মোল্লার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় কলা বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশ ফুলে ফেঁপে শরীরের চামড়া পচন ধরেছে গেছে। লাশের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট। লাশের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।

ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ দেখে পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের পরিচয় পাওয়া গেছে। থানায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন