Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঈদ জামাতে মুসলিম বিশ্ব ও দেশের শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক

মুসলিম বিশ্ব ও দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে খুলনায় ঈদুল আযজার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সকাল সাড়ে সাতটায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খুলনার বরণ্যে আলেম ও জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ।  এর আগে সকাল ৭টায় নগরীর বিভিন্ন মসজিদে ঈদ জামাত আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।

ঈদের নামাজ শেষে খুতবা  ও মোনাজাতে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনায় বিশেষ দোয়া করা হয়।

খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাতে ‍খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি’ র প্রশাসক মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ সরকারি কর্মকর্তাসহ নগরীর বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাাপক ড. মো রেজাউল করিমসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

এছাড়া নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে প্রথম জামাত সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হয়।

মুজগু‌ন্নি আবা‌সি‌কের বায়তুন নাজাত জা‌মে মস‌জিদ ও ইকবাল নগর জামে মসজিদে সকাল সাতটায় ঈ‌দের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ড ও উপ‌জেলার বি‌ভিন্ন ঈদগা‌হ ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদ জামাত অনু‌ষ্ঠিত হয়।

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন