Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা

কয়রা প্রতিনিধি

ঈদুল আজহার বাকি রয়েছে একদিন।  ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে কয়রার কামার পল্লীগুলো। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠছে। অন্য সময়ে তেমন ব্যস্ততা না থাকলেও কামার পল্লীগুলো ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে। ক্রেতাদের চাহিদা মেটাতে তৈরি করা হচ্ছে দা,বটি,চাপাতি,ছুরি,ও রামদা। দম ফেলার যেন সময় নেই কামারদের।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কামারপল্লীগুলো  ঘুরে দেখা গেছে, কামাররা লোহার বিভিন্ন জিনিস পত্র তৈরি করছেন। দম ফেলার সময় নেই তাদের। এসময় খিরোল গ্রাম  থেকে বটি তৈরি করতে আসা মো. আঃ সালাম বলেন, সারাবছর লোহার জিনিস তৈরি করা হয় না। ঈদ আসছে মাংশ কাটতে হবে সেকারণে বটি তৈরি করতে আসছি। ভান্ডারপোল গ্রামের মোঃ মফিজুল ইসলাম বলেন, ঈদে পশু কোরবানি করার জন্য চাপাতি কিনতে আসছি। মহেশ্বরীপুর গ্রামের মোঃ ইবাদুল শিকারী বলেন, পশু কুরবানি কারার জন্য লোহার জিনিস কিনতে আসছি।
আমাদী কামার পল্লীর কামার মোঃ মাহমুদ বলেন, আমি ১৫ বছর ধরে এই বাজারে কামারের কাজ করছি। সারাবছর কাজ কম হয়। ঈদ আসছে সেকারণেই জিনিস পত্র আগের চেয়ে বেশি তৈরি করছি। অডার বেশি হচ্ছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছি।
এই পল্লীর কামার ওসমান ও অচিন্ত কর্মকারসহ কয়েকজন কামার বলেন, ঈদ আসলে আমাদের কাজ বেশি হয়  এবছর চা পাতি ৫০০ টাকা, ছুরি ৫০টাকা থেকে ১০০ টাকা ও ঢেউ ৬০০ টাকা প্রতিপিস দরে বিক্রি হচ্ছে।
খুলনা গেজেট/ এসএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন