Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

জোড়াগেট পশুর হাটে দুম্বা, দাম হাঁকছে ২ লাখ ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। খুলনার জোড়াগেট পশুর হাটে বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। গরু-ছাগলের পাশাপাশি নজর কাড়ছে হাটে আনা একটি দুম্বা। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা। যা দেখতে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হাটে দুম্বা নিয়ে আসা এনামুল হক সজীব বলেন, নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় আমার ভাই মোঃ জাহাঙ্গীরের একটি দুম্বার খামার রয়েছে। সেখানে বর্তমানে আরও ৪ টি দুম্বা আছে। এবারের কোরবানীর পশুর হাটে বিক্রির জন্য একটি দুম্বা আনা হয়েছে। কোরবানীর জন্য দুম্বাটি বিক্রি করতে হাটে আনা হয়েছে। দুম্বাটির দাম চেয়েছি ২ লাখ ১০ হাজার টাকা। দুম্বা পালনের শুরুটা ছিল শখের বশবর্তী হয়ে।

হাটে আসা মহাসীন শেখ বলেন, এই হাটে আগে কখনো দুম্বা দেখিনি। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের হাটে দুম্বা উঠলেও খুলনায় প্রথম হাটে দেখলাম। যদিও সংখ্যা মাত্র একটি, তাই দামটা একটু বেশি চাওয়া হচ্ছে। যদি আরও কিছু সংখ্যক দুম্বা হাটে থাকত তাহলে যুক্তিতর্ক করার সুযোগ ছিল। এতে সংখ্যা সীমিত হওয়ায় সেই সুযোগ ক্রেতারা পাবে বলে মনে হয় না।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও নগরীর জোড়া গেটে পশুর হাটে বসেছে খুলনা সিটি করপোরেশনের আয়োজনে। গত ১ জুন হাটের উদ্বোধন করেন কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন