Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মিছিল, আটক ১৩

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মিছিল করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) দুপুরে খুলনার নিজ খামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

খুলনার লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়েছিলেন। পরে তাকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য ১২ জনকে থানায় আনা হয়েছে।

খুলনা গেজেট/এসএইচ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন