মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পার্থ পাল (৩৫) নামের এক ব্যবসায়ীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে এ ঘটনা ঘটে। পার্থ পাল ওই এলাকার অনন্ত পালের ছেলে।

পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে বাড়ীতে গিয়ে ফ্যানের সাহায্যে ধান থেকে চিটা অপসারণ করছিলেন। হঠাৎ করে ফ্যানে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি বৈদ্যুতিক তার নিজ দাত দিয়ে ছিড়ে সংযোগ স্থাপন করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি ঘটনাস্থলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পার্থ পালের ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন