Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনার মতিয়াখালে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ

নিজস্ব প্রতিবেদক

খুলনা সদর থানাধীন মতিয়াখালী সুইচ গেট খালের মাথায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বুধবার সকাল ৮ টার দিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ওই মরদেহ উদ্ধারের চেষ্টা করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে একটি মরদেহ খালের পানিতে ভেসে যাওয়ার সময়ে একটি গাছের ডালে আটকে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখে খুলনা সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি অবগত করেন। পরবর্তীতে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

মরদেহের উপরিভাগে কোন কিছু ছিল না। তবে নিচের অংশ একটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মরদেহটি কয়েকদিন আগের হবে। তাছাড়া একাধিক অংশের চামড়া পচে শরীর থেকে খুলে গিয়েছে বলে স্থানীয়রা আরও জানান।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন