Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খালিশপুরে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গেজেট ডেস্ক

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির আওতাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও খুলনা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে খালিশপুরে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার সকালে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় সাত ধরনের খাদ্যসামগ্রী।

৪০০ পরিবারের মাঝে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদ হালিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুণ কুমার দত্ত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাবিবুর রহমান, ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন