Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ৪নং ওয়ার্ডে সভা ও দোয়া

গেজেট ডেস্ক

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) বিকাল ৫টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আটরা গিলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী।

বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শুকুর, আব্দুর রব মুন্সী, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা সোলায়মান হোসেন, মো. পলাশ মোল্লা, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ দীপালু।

মো. রফিকুল ইসলাম সুজার পরিচালনায় বক্তৃতা করেন সিদ্দিকুর রহমান বড়, হালিম শিকদার, আরিফুল ইসলাম, ইউপি সদস্য মো. লিটন হোসেন, সৈয়দ জাফর , ইয়াসিন সরদার, শাহিদুল ইসলাম, শাহিন হাওলাদার, সৈয়দ সোহেল, ফরহাদ হোসেন, সৈয়দ এনামুল, বিল্লাল খানসহ ওয়ার্ডের সকল নেতাকর্মীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ও মোহাম্মদ আল-আমিন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন