Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে হামলার নিন্দা খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের

গেজেট ডেস্ক

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় বিএনপির সাবেক নেতৃবৃন্দের তিনদিনের কর্মসূচির শেষ দিনে খুলনা বড় বাজারের মহেন দাস মোড় ও ডেলটা ঘাট এলাকায় খাবার বিতরণ কর্মসূচির প্রস্তুতিকালীন সময়ে বিএনপির দুইটি অঙ্গ সংগঠনের প্রধানের নেতৃত্বে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। রবিবার (১ জুন) খুলনা বিএনপির সাবেক নেতাদের পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমারের ছবি, গেট ও প্যান্ডেল ভাংচুর করে। দ্বিতীয় দফা হেলাতলা মসজিদে নামাজ ও দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু এলাকা পরিদর্শনে শেষে ফেরার পথে উল্লেখিত হামলাকারীরা হামলা করে কয়েকজনকে লাঞ্চিত করে।

বড় বাজার এলাকায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-১২১২ এর সভাপতি শ্রমিক নেতা শামীম খানের আয়োজনে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেতারা। বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের হামলার বিরুদ্ধে হুশিয়ার করে সংঘাতপুর্ণ রাজনীতি পরিহার করার আহবান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেহ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন