মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় দু’জনের দন্ড

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত এক ওষুধ ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করায় দুই ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মঙ্গলবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এক ফার্মেসী ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও মাস্ক ব্যবহার না করায় ২ ব্যক্তির নিকট থেকে ২শ’ টাকা জরিমানা আদায় করেন।

অর্থদন্ড করার পাশাপাশি শীতে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এলাকাবাসীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় তিনি ঘরের বাহির হলেই মাস্ক ব্যবহার করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ইউএনও এবিএম খালিদ হোসেন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করার পাশাপাশি প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এর ফলে এলাকায় মাস্ক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। করোনা প্রতিরোধে ইউএনও’র এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন