Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার কয়রায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে হত্যাকান্ডের ঘটনায় বড় ভাই গ্রেপ্তার। শুক্রবার রাতে বাগালী ইউনিয়নের বারোপোতা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি লোহার শাবল ও বটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শহীদুল গাজী (৪৫) কয়রা থানাধীন উলা গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।

জানা যায়, গত ৩০ মে (শুক্রবার) দুপুরে গ্রেপ্তারকৃত শহিদুল গাজী বসতঘরে তার স্ত্রী তাসলিমা খাতুন (৩৮) কে মারপিট করছিলো। তাসলিমা খাতুন এর ডাক চিৎকারে গ্রেপ্তারকৃত শহিদুল গাজীর ছোট ভাই সাহেব আলী গাজী (৩৬) তার ভাইয়ের নিকট হতে ভাবি তসলিমা খাতুনকে ছাড়িয়ে নেয়। এর প্রেক্ষিতে শহিদুল গাজী রাগান্বিত হয়ে তার হাতে থাকা লোহার শাবল দিয়ে সাহেব আলী গাজীর মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে বটি দিয়ে ভিকটিমের গলায় পোঁচ দিয়ে তাকে হত্যা করে।

এই ঘটনায় কয়রা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার মো: আরিফুল ইসলার এর নির্দেশনায় এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় কয়রা থানার এসআই (নিঃ)/ মোঃ তারেক মাহমুদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন