Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা নগরীর প্রবেশ বিন্দু গল্লামারী আজ ভোগান্তির কারণ

গেজেট ডেস্ক

খুলনা নগরীতে প্রবেশের প্রধান কেন্দ্রবিন্দু হলো গল্লামারী বাজার। পূর্বে এটি সোনালী সময় পার করে আসলেও বর্তমানে এটার অবস্থা অত্যন্ত করুণ। এখানে প্রতিনিয়তই হাজার-হাজার মানুষের সমাগম ঘটে। পাশেই অবস্থিত দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ খুলনা বিশ্ববিদ্যালয়।

এখানে বর্তমানে প্রধানতঃ তিনটি সমস্যা অতি ভয়াবহ রূপ ধারণ করেছে।

প্রথমত:
যানজট : যানজট সমস্যা মূলত ব্রীজ নির্মাণে দীর্ঘসূত্রিতা ও ফুটপাতে অসচেতন ব্যবসায়ীদের অর্ধাংশ রাস্তা দখল করে ব্যবসা করা। ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী ও চলাচলকারী যাত্রী ও ইমার্জেন্সি রোগী এবং বড়বড় অফিস কর্মকর্তারা। এখানে সৃষ্টি হচ্ছে ক্ষতিকর শব্দদূষণ।

দ্বিতীয়ত :
পরিবেশ দূষণ : পরিবেশ দূষণের কারণে নিয়মিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থী, চলাচলকারী ও স্থানীয় জণগণ। প্রধান কারণ অসচেতন ব্যবসায়ীরা এবং সিটি কর্পোরেশন ও প্রশাসনের নিস্ক্রিয়তা।

তৃতীয়ত :
ব্রীজ নির্মাণ : ময়ূর নদের উপর নির্মিত ব্রীজটার নির্মাণ কাজ দ্রুত শেষ করা অতীব জরুরী। এই ব্রীজের জন্য সৃষ্টি হচ্ছে নিয়মিত যানজট। এই যানজট নিরসনের জন্য একমাত্র দীর্ঘ সমাধান ব্রীজ নির্মাণ করা। নিয়মিত এই যানজটের কবলে পড়ছে শিক্ষার্থীরা। যারা সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারেনা।

আরো দেখা যা, ইমার্জেন্সি রোগী। যারা এই যানজটের কারণে সময় মতো মেডিকেল সেবা নিতে পারছে না। অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অথবা মৃতপ্রায় ভয় নিয়েই পৌঁছাতে হয় হাসপাতালে।

তাই আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তর এবং কেডিএ-কে বিশেষভাবে অনুরোধ বিষয়গুলো খুব দ্রুতই সমাধানের জন্য পদক্ষেপ নিতে।

মোকাররম বিল্লাহ, শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন