Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভৈরব নদে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ

নিজস্ব প্রতিবেদক

ভৈরব নদীর খুলনার অংশে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহের দেখতে পায় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫ টার দিকে খালিশপুর থানার ৬নং মাছ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে।

৬নং মাছ ঘাটের বাসিন্দারা বলেন, নদীর পানিতে একটি মরদেহ ভেসে যেতে দেখে খালিশপুর থানাকে অবগত করা হয়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ নৌ-পুলিশকে খবর দেয়। মরদেহের পরনে ব্ল রংয়ের একটি গেঞ্জি এবং নীচের অংশে কালো রংয়ের প্যান্ট ছিল। তার মাথায় চুলের পরিমান কম ছিল। তবে মরদেহটি এখনও পর্যন্ত নদী থেকে ওঠানো হয়নি বলে স্থানীয়রা জানান।

সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, খালিশপুর থানা বিষয়টি আমাদের অবগত করলে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি বলে তিনি এ প্রতিবেদককে জানান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন