সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ইজিবাইকের ধাক্কায় নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ইজিবাইকের ধাক্কায় নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে লবণচরা থানাধীন মোহাম্মদনগর বিশ্বরোডে ঘটনটি ঘটে। নিহত নারী ব্যাংক কর্মকর্তা বটিয়াঘাটা উপজেলা ও লবণচরা থানাধীন মদিনা সড়কের বাসিন্দা আফরোজা আম্বিয়া খানম(৪২)। তিনি সোনালী ব্যাংক খুলনা নিউমার্কেট শাখার প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে ব্যাংকের কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। বিশ্বরোড পার হওয়ার সময়ে একটি ইজিবাইক সজোরে ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: শামীম।

খুলনা গেজেট/সাগর/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন