মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অনুবাদক নেবে খুলনা বেতার

গেজেট ডেস্ক

আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনা অনুবাদক চুক্তিবদ্ধকরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। কেবল খুলনা মহানগর এলাকায় বসবাসরত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী। কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং নির্ভুল বাংলা ও ইংরেজি টাইপ জানতে হবে। ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২৯ মে-২০২৫ খ্রি. তারিখে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সাংবাদিকতায় অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল একাডেমিক পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে আগামী ২৯ মে-২০২৫ খ্রি. তারিখের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনা বরাবর আবেদন পাঠাতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন