সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিযোগিতা ২৪ মে

গেজেট ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৪ মে বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আবৃত্তি প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি, কাজী নজরুল ইসলামের কবিতা: লিচু চোর (১৪ লাইন), খ-বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, কবিতা: সংকল্প (১৮ লাইন) ও গ-বিভাগ সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি, কবিতা: নারী।

রচনা প্রতিযোগিতা: খ-বিভাগ, চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: বিদ্রোহী কবি নজরুল (অনধিক ৬০০ শব্দ) এবং গ-বিভাগ, সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: নজরুলের সাহিত্যে বাংলাদেশ (অনধিক ৮০০ শব্দ) এর মধ্যে লিখতে হবে।

উল্লেখ্য, ‘এ-ফোর’ সাইজের কাগজে স্বহস্তে লিখিত রচনা ২৪ মে, ২০২৫ তারিখ দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। লিখিত রচনার প্রথম পাতায় প্রতিযোগির নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও মোবাইল নম্বর লিখতে হবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের প্রতিযোগিতা শুরুর ২০ মিনিট পূর্বে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে।

২৪ মে বিকাল পাঁচটায় খুলনা জেলা শিশু একাডেমির কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

 

খুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন