মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় আব্দুর রহিম শেখ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৭মে) উপজেলার ছাগলাদহ ইউনিয়নের পাতিলাডাঙ্গা গ্রামের বিলের ভিতরের রাস্তার পাশের বাগান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ওই ব্যক্তি পাতিলাডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃত ওদুদ শেখের ছেলে। সে মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী আব্দুর রহিম শেখ বাড়ির আধা কিলোমিটার দূরের বিলের ভিতর রাস্তার পাশে এক কৃষক একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করছে থানা পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন