Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
ইষ্টার্ন গেটে ৪জন নিহতের ঘটনা

খানজাহান আলী থানার ওসি বদলি : তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার।

তিনি বলেন, সম্প্রতি থানার সার্বিক বিষয় বিবেচনা করে তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিষয়গুলো তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুলকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজই তাকে বদলি করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৩জন এবং প্রতিপক্ষের লাঠিপেটায় ১জন নিহত হয়। গুলি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে এই চারটি খুন করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন গিলাতলার মশিয়ালী এলাকার মোঃ নজরুল ইসলাম (৬০), একই এলাকার গোলাম রসুল (৩০) ,কলেজ ছাত্র মোঃ সাইফুল ইসলাম (২৭) এবং  জেহাদ শেখ (৩৪)। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে আটক করেছেন। এরা হলেন জাফরিন, জাহাঙ্গীর, রহিম আকঞ্জ এবং আরমান।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন