মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় অভিমানে গৃহবধূর আত্মহত্যা

দিঘলিয়া প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরের উপর অভিমান করে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী চন্দনীমহল গাজী পাড়ায় এক সন্তানের জননী আঁখী বেগম (২১) নামে ঘরের ফ্যানের সিলিং এর সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন।

গৃহবধুর স্বামী রতন বিশ্বস বলেন, গতকাল রাতে আমার স্ত্রীর সাথে একটি তুচ্ছ ঘটনা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। পরেরদিন সকালে আমি আমার কর্মস্থল মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি আমার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। এ সংবাদ পেয়ে আমি দ্রুত বাসায় যেয়ে স্ত্রীকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন