মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান।  স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি পড়ে পায়ে ও মাথায় আঘাত পান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এইচ/এনএম/এএজে 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন