মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আওয়ামী লীগ নেতা এড. মুজিবর আটক

নিজস্ব প্রতিবেদক

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এম এম মুজিবর রহমানকে (৭০) আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার( ২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবির একজন উর্দ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার বিরুদ্ধে রোববার মিছিল করে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। একই সাথে নাশকতার অভিযোগ রয়েছে।

তিনি খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন