মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাতনামা এক নারীর অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে অজ্ঞাত ওই নারীর মরদেহ ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা স্কুলের পেছন থেকে উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা অর্ধ পোড়ানো মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, উপজেলার কাঁঠালতলা স্কুলের পেছনে অজ্ঞাত এক নারীর লাশ অর্ধ পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের চেষ্টা করে। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

লাশ শনাক্তকরণের জন্য স্থানীয়দের দেখানো হয়েছে। কিন্তু তারা কেউ ওই নারীর মরদেহ শনাক্ত করতে পারেননি। তার মুখের আকার বোঝা যাচ্ছে না। সুরতহাল রিপোর্ট প্রস্তুতি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অন্য কোথাও হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে এখানে এনে তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে জানান।

খুলনা গেজেট/সাগর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন