মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় সাইনবোর্ড টানাতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্র দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সাইনবোর্ড স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক দগ্ধ হয়েছে দুই মাদ্রাসা ছাত্র। রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরীর লায়ন্স স্কুলের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হলেন নগরীর ১ নম্বর কাস্টম ঘাট এলাকার মো. সোহেল শেখের ছেলে মো. রাব্বি (১৩) ও মো. মনিরুজ্জামানের ছেলে মো. দিদারুজ্জামান (১৫)। তারা দু’জনই স্থানীয় আল ফারুক মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মাদ্রাসার একটি সাইনবোর্ড বৈদ্যুতিক খুঁটিতে স্থাপনের সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে রাব্বির গলা, মুখমণ্ডল, পিঠ ও বাম হাত দগ্ধ হয়। অন্যদিকে দিদারুজ্জামানের দুই পায়ের আঙুল, বাম হাঁটুর নিচের অংশ ও ডান হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দগ্ধ অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার তথ্য পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন