মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় সিপিবি নেতা কম. বৈদ্যনাথের স্মরণ সভা

ফুলতলা প্রতিনিধি

সিপিবির খুলনা জেলা সদস্য কম. বৈদ্যনাথ বিশ্বাসের স্মরণে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি জেলা কমিটির উদ্যোগে শোক সভা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে ফুলতলার শহীদ আসাদ রফি গ্রন্থগার চত্বরে অনুষ্ঠানে বৈদ্যনাথ বিশ্বাসের জীবনী পাঠ করেন সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারী নেত্রী সুতপা বেদজ্ঞ।

জেলা সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুল আমিনের পরিচালনায় সভায় আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা গাজী নওশের আলী, শ্রমিক নেতা মোজাম্মেল হোসেন খান, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ জেলা সদস্য আনিছুর রহমান মিঠু, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অরুনা চৌধুরী, এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, কিশোর রায়, সিপিবির জেলা সদস্য মিজানুর রহমান বাবু, যুবনেতা গাজী আবজাল হোসেন, সিপিবির দিঘলিয়ার সভাপতি সাহিদুল ইসলাম, শ্রমিক নেতা ওলিয়ার রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি মুক্তিযোদ্ধা নিতাই পাল, খানজাহানআলী থানা সভাপতি আব্দুর রহমান মোল্যা, ফুলতলা থানা সভাপতি সন্দিপন রায়, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সদও থানা সভাপতি দ্বীন মোহাম্মদ, যুব ইউনিয়নের মহানগর আজবায়ক আবজাল হোসেন রাজু, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নারী নেত্রী জাহানারা আক্তারী, শাহিনা আক্তার, রেখা কুন্ডু, বৈদ্যনাথ বিশ্বাসের পুত্র প্রভাষক অলিপ বিশ্বাস ও অমিত বিশ্বাস, যুবনেতা ধীমান বিশ্বাস, তুষার বর্মন প্রমুখ।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন