মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলে

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জাহিদ হাসান নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার (১১ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদ হাসান খুলনার দাকোপ উপজেলার দাকোপ এলাকার আইয়ুব আলী ছেলে।

দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সুন্দরবনের গহীন দুই দল ডাকাতের গোলাগুলির মাঝে পড়ে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। শুক্রবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত তথ্য পাইনি।

খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. মাখদুম জাহান রানা বলেন, ‘গুলিবিদ্ধ জাহিদ হাসানের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি চিকিৎসাধীন আছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন