মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলতলা প্রতিনিধি

ফিলিস্তিনে দখলদার ইসরাইয়েলের অব্যাহত গণহত্যা ও নির্বিচারে হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিকালে ফুলতলায় উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বাসষ্টান্ড চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ গাওসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওঃ সাইফুল হাসান খান, জামায়াত নেতা শেখ আলাউদ্দিন, ড. মাওঃ আজিজুল হক, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. হুসাইন আহমেদ, উপজেলা শিবির সভাপতি আঃ রহিম খান, জামায়াত নেতা ইঞ্জিঃ শাব্বির আহমদ, মাষ্টার মফিজুল ইসলাম, মো. শরিফুল ইসলাম মোল্যা, মাওঃ মোস্তাফিজুর রহমান, হাফেজ আলামিন গাজী, যুবনেতা মো. হাবিব বিশ্বাস, জুলহাস আহমেদ প্রমুখ।

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. সজিবুজ্জামান রাহুল এর নেতৃত্বে অনুরুপ এক মিছিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে, স্বেচ্ছাসেবী ফোরাম ফুলতলা উদ্যোগে ইসরাইলের পণ্য বর্জনের ডাক দিয়ে ফেস্টুন, প্লাকার্ড প্রদর্শন ও গ্রাফিতি অঙ্কন করেন। এছাড়া নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচীর অংশ হিসেবে ফুলতলা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা গ্লোবাল স্ট্রাইক পালন করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন