মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ঘাটভোগের ইউপি চেয়ারম্যান মিজান কারাগারে

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ । রোববার রাতে তাকে খুলনা মহানগরীর সাতরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, তার বিরুদ্ধে রূপসা থানায় ২ টি এবং খুলনা থানায় ১ টি মামলা রয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মোল্লা ওয়াহিদুজ্জাম মিজানের বিষয়ে জানতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, জুলাই-আগষ্ট গণ অভ্যুথানের সময়ে তার বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অভিযোগে থানায় দু’টি মামলা হয়। সরকার পরিবর্তনের পর থেকে তিনি এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয়। তিনি এ দু’টি মামলায় ফেরার ছিলেন। তার বিরুদ্ধে একের অধিক অভিযোগ রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

 

খুলনা গেজেট/সাগর/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন