মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের পাট শিল্প রক্ষায় গণপদযাত্রা

ফুলবাড়িগেট প্রতিনিধি

বন্ধকৃত ২৫টি রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়ন করে চালুসহ বিভিন্ন দাবিতে পাট, সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশের পাট শিল্প এলাকায় গণপদযাত্রার অংশ হিসেবে খুলনাতেও এর আয়োজন করা হয়। বুধবার বিকাল ৪ টায় ইষ্টার্ণ গেট এলাকা থেকে পদযাত্রা শুরু করে খুলনা যশোর মহাসড়ক হয়ে আফিলগেট ঘুরে ইষ্টার্ণ জুট মিল প্রধান ফটকের সামনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ইষ্টার্ণ জুট মিল মজদুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গাজী। বক্তৃতা করেন সংগ্রাম পরিষদের খুলনা অঞ্চলের আহবায়ক হারুনুর রশিদ মল্লিক, ওয়ার্কার্সপার্টি ফুলতলা থানা সভাপতি সঞ্জিত রায়, খানজাহান আলী থানা সভাপতি আঃ সত্তার মোল্লা, শ্রমিক নেতা আঃ রশিদ, আমির সরদার, যুবনেতা গৌতম কুন্ডু, রেজওয়ান রাজা, শেখ এলাহী প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন