মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে টিআইবির মানববন্ধন

গেজেট ডেস্ক 

সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবির উদ্যোগে রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় গোলকমনি পার্কের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। “নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন- এখনই” এই শ্লোগানকে সামনে রেখে টিআইবি খুলনা শাখা মানববন্ধন করে।

এ সময় বক্তৃতা করেন টিআইবি খুলনার সভাপতি অধ্যাপিকা রমা রহমান, সনাক ক্লাস্টার কো অর্ডিনেটর ফিরোজ উদ্দীন, সহ-সভাপতি রীনা পারভীন, এড. অশোক কুমার সাহা, শামীমা সুলতানা শীলু, আসমাস আরা, টিআইবির এলাকার সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, খলিলুর রহমান সুমন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে হঠাৎ করে নারী প্রতি সহিংসতা বেড়ে গেচে। ধর্ষণ যেন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সামাজিক আন্দোলনের পাশাপাশি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে আরো কঠোর অবস্থান নিতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন