মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় ঈদগাহ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী পশ্চিমপাড়া বড় ঈদগাহ কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ইফতারের ১০-১৫ মিনিট পূর্বে উক্ত ঈদগাহ কমিটি গঠনের শেষ পর্যায়ে এসে স্থানীয় দুই গ্রুপ বিবাদে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। সংঘর্ষের ঘটনায় ৭-৮ জন আহত হয়েছে। আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন খুলনা গেজেটকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন