মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কেসিসির অভিযানে সড়কে অবৈধ দখল অপসারণ, জরিমানা

গেজেট ডেস্ক

খুলনায় সড়কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অপসারণ কর্যক্রম চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নগরীর রূপসা মোড় ও খান জাহান আলী রোড, ময়লাপোতা মোড় হয়ে নিরালা মোড় পর্যন্ত এ অপসারণ চালানো হয়।

অপসারণ কার্যক্রমের নেতৃত্ব দেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

অভিযানে রূপসা মোড়ে ফুটপথ দখল করে মাংস বিক্রয়ের অপরাধে মোহাম্মদ মোস্তফাকে ১ হাজার টাকা এবং ময়লাপোতা মোড়ের ফল বিক্রেতা মো. সোহাগকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে সড়ক ও সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন