মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জিয়াউর রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার গভীর রাতে নগরীর খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, ২৯ আগস্ট দিঘলিয়া থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যৌথ বাহিনী গ্রেপ্তারকৃত আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তরের পর আজ তাকে জেলাজতে প্রেরণ করা হয়েছে।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দিঘলিয়া থানায় একটিসহ গাজী জিয়াউর রহমানের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন