মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রুপসায় দেশীয় দোনালা বন্দুক ও কার্তুজসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনার রুপসায় কোস্ট গার্ড, নৌ বাহিনী এবং পুলিশ এর যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। তারা খুলনা জেলার রুপসা থানার বাসিন্দা। আটক ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে বলে জানা যায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২ টায় খুলনার রুপসা থানাধীন আলাইপুর এলাকায় কোস্ট গার্ড এর নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন