মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় নাশকতা মামলায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় নাশকতা মামলায় উপজেলার বারাসাত ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য, আ’লীগ নেতা রবিউল ইসলাম টুটুল (৪২) ও মধুপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য,ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ মল্লিক (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারাসাত (মধ্যপাড়া) ও মল্লিকপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম টুটুল উপজেলার বারাসাত গ্রামের মৃত ইবাদত হোসেন মোল্যার ছেলে ও মোঃ আরিফুর রহমান আরিফ মল্লিক মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল মজিদ মল্লিকের ছেলে।

“খুলনা গেজেট”কে এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য আ’লীগ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারি, পরিকল্পনাকারি, সহযোগিদের পাশাপাশি অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তেরখাদা থানা পুলিশের সকল এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন